সরকারি-বেসরকারি বিত্তবানদের সহযোগিতায় বাঁচার আকুতি ভোলাহাটের আব্দুর রহিমের
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক আলীসাহাসপুর দক্ষিণ পিরানচক গ্রামের মোঃ মিনা শেখের বড় ছেলে মোঃ আব্দুর রহিম(৩৫)। দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম মোঃ আব্দুর রহিমের। প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিনের কাজ করে জীবন জীবিকা চালিয়েছেন। কোন দিন কারো কাছে হাত পেতে দু’পয়সা ভিক্ষা নেয়নি আব্দুর রহিম। আজ সুস্থ হতে বাধ্য হয়ে সবার কাছে আর্থীক সহায়তার জন্য হাতপাততে হয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। ইতিমধ্যে বাম পায়ের ২টি আঙুল কেটে ফেলা হয়েছে। এছাড়াও তাঁর শরীরে নানা রোগের বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য ভোলাহাট, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সর্বশান্ত হয়ে মৃত্যরসাথে পাঞ্জা লড়লেও হাত পেতে অর্থ চাইতে পারেনা।
সহায়সম্বল হারা মোঃ আব্দুর রহিম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনদিন কারো কাছে কোন সাহায্য গ্রহণ করিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, আমার দশ জনের মত সুস্থ স্বাভাবিক ভাবে জন্ম না হলেও কাজকর্ম করে খেয়েছি, ভিক্ষা করিনি। এখন চিকিৎসা খরচ আর চালাতে পারছি না। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই।
সরকারি বেসরকারি বিত্তবানদের সহযোগিতা নিয়ে বাঁচার আকুতি মোঃ আব্দুর রহিমের। বিন্দু বিন্দু সহযোগিতায় প্রতিবন্ধী অসুস্থ মোঃ আব্দুর রহিম বেঁচে উঠতে চান। তাঁকে সহযোগিতা করতে যোগাযোগ (সরাসরি মোঃ আব্দুর রহিমের সাথে কথা বলা বিকাশ, নগদ ০১৩২৩৩৩৪৮৫৩)
গোলাম কবির-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ
আরো পড়ুন : গোবিন্দগঞ্জে টিসিবি’র পন্যে পঁচা মশুর ডাল