সৌদি আরবের বিভিন্ন অংশে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আর এ শিলাবৃষ্টির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেককে এসব শিল নিয়ে আনন্দ করতে দেখা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এ শিলাবৃষ্টির ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।
টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই জন ব্যক্তি সেই বৃষ্টিতে নেমে উচ্ছ্বাস করছেন, শিলার টুকরোগুলো সংগ্রহ করে ক্যামেরার সমানে তুলে ধরছেন।
মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে গত কয়েকদিন ধরে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হচ্ছে। গত ১০ এপ্রিল মক্কায় কয়েক ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই বৃষ্টির ভিডিও ভাইরালও হয়েছে।
আরো পড়ুন : সব দল-মতের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ইফতারে