দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে বাচ্চু- দুলাল পরিষদের বিপুল বিজয়

জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ হ্যালোআড্ডা

দিনাজপুর থেকে: দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন(১৪৩০-১৪৩১) এ বাচ্চু- দুলাল পরিষদ বিপুল বিজয় অর্জন করেছে।

উত্তরের ঐতিহ্যবাহী দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন(১৪৩০-১৪৩১) সোমবার (১৭ এপ্রিল) এ ভোট গ্রহণ দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলে। এতে বাচ্চু- দুলাল পরিষদ এবং চিত্ত-ডলার পরিষদ অংশগ্রহণ করে। প্রেসক্লাবের ৬৫ জন সদস্যর মধ্য প্রত্যকে ভোট প্রদান করেন।

সন্ধ্যা সাড়ে ভোট গণনার মধ্য দিয়ে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির ফলাফল ঘোষণায় বাচ্চু- দুলাল পরিষদ পূর্বাঙ্গভাবে বিপুল ভোটে বিজয় অর্জন করে।
নির্বাচিতরা হলেন, সভাপতি- দৈনিক সৃজনীর সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু (প্রাপ্ত ভোট ৪২),সিনিয়র সহ-সভাপতি চ্যালেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী (প্রাপ্ত ভোট ৪২),সহ-সভাপতি ডেইলী স্টারের ব্যুরো চীফ কংকন কর্মকার ( প্রাপ্ত ভোট ৩৪) সাধারণ সম্পাদক সময় টিভি’র স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল (প্রাপ্ত ভোট ৪২),সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময়ের দিনাজপুর প্রতিনিধি রতন সিং (প্রাপ্ত ভোট ৪২),কোষাধ্যক্ষ এশিয়ান টেলিভিশনের রফিকুল ইসলাম ফুলাল (প্রাপ্ত ভোট ৩৬),ক্রীড়া সম্পাদক দৈনিক পল্লীবার্তার নির্বাহী সম্পাদক বেলাল উদ্দীন শিকদার রুবেল (প্রাপ্ত ভোট ৩৯),সাংস্কৃতিক সম্পাদকচ নিউজ ২৪ টেলিভিশন চ্যানেলের ফখরুল হাসান পলাশ (প্রাপ্ত ভোট ৪০), দপ্তর সম্পাদক দৈনিক ভোরের কাগজের দিনাজপুর প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন (প্রাপ্ত ভোট ৩৯),নির্বাহী সদস্য এসএ টিভি’র দিনাজপুর প্রতিনিধি মো. খাদেমুল ইসলাম (প্রাপ্ত ভোট ৪২),দৈনিক করতোয়ার দিনাজপুর প্রতিনিধি শাহরিয়ার শহীদ মাহবুব হিরু (প্রাপ্ত ভোট ৪১),বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম(প্রাপ্ত ভোট ৩৯) ও,দৈনিক নওরোজের ব্যুরো চীফ বাবু আহমেদ বাব্বা (প্রাপ্ত ভোট ৩০)।

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন(১৪৩০-১৪৩১) এর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শহর সমাজ সেবা অধিদপ্তর এর অফিসার মো.মাইনুল ইসলাম জানান, এর আগেই বাচ্চু-দুলাল পরিষদের দু’জন প্রার্থী সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক বোস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি পদে একুশে টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষ ২৩ ভোট, সহ-সভাপতি পদে দৈনিক আজকের দেশবার্তার স্টাফ রিপোর্টার আজাহারুল আজাদ জুয়েল ২৮ ভোট,সহ-সভাপতি পদে মাই টিভি’র দিনাজপুর প্রতিনিধি সত্যেন্দ্রনাথ চ্যাটার্জী মুকুল ২০ ভোট, সাধারণ সম্পাদক পদে বাংলা ভিশন টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি সুব্রত মজুমদার ডলার ২৩ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে সিএনআই এর দিনাজপুর প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ ২২ ভোট ও কোষাধ্যক্ষ পদে ২৪ চ্যানেল টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি বিপুল কুমার সরকার সানি ২৯ ভোট পেয়েছেন।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।

আরো পড়ুন : নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দালাল চক্রের হামলার শিকার ২ সাংবাদিক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *