যাত্রাবাড়ীতে গ্যাস ভরার সময় পাম্প থেকে ৫০০ গজ দূরে ছিটকে পড়ল দুটি সিলিন্ডার

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ শিশু/কিশোর হ্যালোআড্ডা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ক্যাব এক্সপ্রেস বিডি নামে একটি পেট্রোল পাম্পে সিলিন্ডারে গ্যাস ভরার সময় ঘটে এক ভয়াবহ ঘটনা। বুধবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ দুটি সিলিন্ডার বিস্ফোরণের পর উড়ে গিয়ে ৫০০ গজ দূরে পড়ে। একটি পড়েছে যাত্রাবাড়ী ফ্লাইওভারের উপরে। আরেকটি আঘাত এনেছে একটি বাসার চতুর্থ তলায়।

এই ঘটনায় ফ্লাইওভারের কেউ আহত না হলেও ওই বাসার সাড়ে চার বছরের এক শিশু আহত হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ ইসমাইল।

পুলিশের ওয়ারি বিভাগের ডিসি জিয়াউল হাসান তালুকদার বলেন, বেশ কিছু খালি সিলিন্ডার একটি গাড়িতে ছিল। গাড়িতে খালি সিলিন্ডার গুলো রেখে পাম্প থেকে গ্যাস ভরা হচ্ছিল। গ্যাস ভরার সময় হঠাৎ দুটি সিলিন্ডার দু’দিকে ছিটকে যায়। এরপর পাম্প থেকে গ্যাস লিক হয়ে বাইরে ছড়াতে থাকে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তিতাসসহ অন্য সংস্থার লোকজনকে খবর দেওয়া হয়। পুরো এলাকাটি পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। ভাগ্যবশত এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পেট্রোল পাম্প থেকে যাতে আগুন ছড়াতে না পারে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। বিস্ফোরণের পর পেট্রোল পাম্পে আগুন ধরলে বড় ধরনের বিপদ হতে পারত।

আহত শিশু ইসমাইলের চাচাতো ভাই মো. রায়হান জানান, হঠাৎ বিকট শব্দ শুনি। এরপর বাসার চতুর্থ তালার গ্রিল ও জানালার গ্লাস ভেঙ্গে পড়ে। এতে ইসমাইল আহত হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সে শঙ্কা মুক্ত রয়েছে।

আরো পড়ুন : কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানে নওগাঁ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *