গাইবান্ধার গোবিন্দগঞ্জে কবর স্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

ক্রাইম নিউজ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭টি কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার কামারদহ ইউনিয়নের বক্সিচর উত্তর পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা এই অভিযোগ করেন। তাদের ধারণা গত শুক্রবার দিবাগত রাতের আঁধারে চুরির ঘটনা ঘটে। কঙ্কাল চুরির খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেখানে শত শত উৎসুক জনতা ভিড় জমায়।

আজ শনিবার সকালে স্থানীয়রা প্রথমে একটি কবর খোড়া দেখে তারা মনে করেন শেয়াল বা কুকুর কবরটি খুড়েছে। কিন্ত একে একে আরো ছয়টি কবর খোড়া দেখে তাদের ধারণা বদলে যায়। কারণ ২/৩ বছরের পুরোনো কবরগুলি খোড়া আবার কোন কোন কবরে নতুন করে মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এতে তারা মনে করছে করব থেকে কঙ্কাল চুরি করা হতে পারে। স্থানীয়রা তদন্ত করে কঙ্কাল চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি থানায় জানিয়েছি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম জানান কবর থেকে কঙ্কাল চুরির ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কিছু কিছু সত্যতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফারুক হোসেন,
গাইবান্ধা।

আরো পড়ুন : দলের সিদ্ধান্তের বাইরে গেলে বের করে দেওয়া হবে …নানক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *