সিলেটে মাইক্রোবাসচালক হত্যায় ৩ আসামীর যাবজ্জীবন কারাদন্ড

আইন-আদালত ক্রাইম নিউজ পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

সিলেট অফিস: সিলেটের ওসমানীনগরে আবদাল মিয়া নামের এক মাইক্রোবাসচালক হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে ডালিম মিয়া, কানাইঘাটের ঝিংগাবাড়ি এলাকার রহমত উল্ল্যার ছেলে মো. দুলাল মিয়া ও সিলেটের বালাগঞ্জ জামালপুরের তোরাব আলীর ছেলে ইসমাইল হোসেন ওরফে আলীউর রহমান লখন। এছাড়া এ মামলার আরেক আসামি আবু তালেব ওরফে ল্যাংড়া তালেবকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জুবায়ের বখত গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ে তিন আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড, পেনাল কোডের ২০১ ধারায় আরও ৭ বছরের কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, ৩৭৯ ধারায় তিন আসামিকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

মাদক মামলায় যুবকের ১৪ বছরের কারাদন্ড
এদিকে, সিলেটে মাদক মামলায় জাকির আহম্মদ জামাল নামে এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্ত জাকির সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌলভীরচক বিয়াবাইল এলাকার আব্দুল হাশিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৭ জুলাই সিলেটের জকিগঞ্জেন গোলাপগঞ্জ থেকে ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ৩৯২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলের চালানসহ জাকির আহম্মদ জামালকে আটক করে র‌্যাব-৯ এর একটি দল। এ ঘটনায় পরদিন র‌্যাব-৯ এর উপ পরিদর্শক সজল কুমার ধর বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় জাকির আহম্মদ জামালকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

কাওছার আহমদ

আরো পড়ুন : তিতাসে শাহিনুল ইসলাম এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *