ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার।অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ নুরুল হক, নবনির্বাচিত গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসেন আরা পাখি, ভোলাহাট ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ শামসুল আলম সরকারসহ অন্যরা। পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের দল অগ্নিনির্বাপক বিষয়ে বিভিন্ন প্রকার মহড়া প্রদর্শন করা হয়।
গোলাম কবির-ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ