গোবিন্দগঞ্জে চুরির শিকার অসহায় রিক্সাচালক পেলেন নতুন রিক্সা

অর্থনীতি জনপ্রতিনিধি প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়ণে একটি নতুন রিক্সা দেয়া হলো কিছুদিন আগে চুরির শিকার অসহায় রিক্সাচালক ভুট্টা মিয়াকে। শুক্রবার (১৪ জুলাই) সকালে ৬০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় কারখানায় তৈরি করা রিক্সাটি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

নতুন রিক্সা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের বাসিন্দা ভুট্টা মিয়া। এ সময় তিনি জানান, দরিদ্রতার কারণে দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম। গত কয়েকদিন পূর্বে আমার পুরাতন রিক্সাটি রাস্তায় রেখে দোকানে খেতে গেলে কে বা কারা সেটি চুরি করে পালিয়ে যায়। অনেক খুঁজেও রিক্সাটি আর না পেয়ে বউ-বাচ্চা নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করছিলাম। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে কিছু সাহায্যের জন্য আবেদন করি। তিনি আমার আবেদনে সাড়া দিয়ে একটি সম্পূর্ণ নতুন রিক্সা কিনে দিলেন। এখন আমি আবার আগের মতো রিক্সা চালিয়ে হালাল রোজগার করে পরিবার নিয়ে বাঁচতে পারবো।

শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবনের সামনে রিক্সাটি প্রদানের সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সিলেটে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত, তবুও আশা ছাড়েনি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *