কূটনৈতিক প্রতিবেদক: ইউরোপে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত এনভয় কনফারেন্সে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৪ জুলাই ইতালিতে ওই কনফারেন্স হবে। ইউরোপে বাংলাদেশের একাধিক দূতাবাস সূত্রে বিষয়টি জানা গেছে।
আশা করা হচ্ছে, ইউরোপের সব দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের রাষ্ট্রদূতরা ওই কনফারেন্সে অংশ নেবেন। তবে অস্ট্রিয়া ও পর্তুগালে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত নেই।
এনভয় কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতদের বক্তব্য শুনবেন এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে তাদের নির্দেশনা দেবেন বলে জানা গেছে।
ইউরোপে কর্মরত বাংলাদেশের একাধিক রাষ্ট্রদূত জানান, এনভয় কনফারেন্সে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত অংশ নেবেন। যুক্তরাজ্যে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূতেরও ওই কনফারেন্সে যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের ফুড ও এগ্রিকালচার অর্গানাইজেশন আয়োজিত ফুড সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ থেকে ২৫ জুলাই ইতালি সফর করবেন।
আরো পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে ৯ নির্দেশনা দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর