গোবিন্দগঞ্জে উপজেলা সাহিত্য মেলায় সাহিত্যানুরাগীদের মিলন মেলা পরিণত

জাতীয় প্রচ্ছদ বিনোদন শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্ট কর্ম তুলে ধরতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাহিত্যিক, কবি, নাট্যকার সহ সাহিত্যমোদিদের অংশগ্রহণে এই অনুষ্ঠান সাহিত্যানুরাগীদের মিলন মেলায় পরিণত হয়। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.সরিফা সালোয়া ডিনা।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ পরিচালক (এলজি) মরিফুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অধ্যক্ষ) বশির আহেমদ, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক জহুরুল কাইয়ুম, বিশিষ্ঠ কবি সরোজ দেব। পরে গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সতীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ , গবেষণা সহ বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনের শেষে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ, কবি কন্ঠে কবিতা, ছড়া পাঠ, ছোট গল্প, উপন্যাস থেকে পাঠ, নাট্যকারদের নাটক থেকে পাঠ করা হয়। মেলার অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য সংগীতের আয়োজন করা হয়েছে।
ফারুক হোসেন, গাইবান্ধা।

আরো পড়ুন : গাইবান্ধায় নানা আয়োজনে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *