সেপ্টেম্বরে শুরু হবে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান

নারী নারী অন্যান্য প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে আগামী সেপ্টেম্বরে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশে বছরে প্রায় ২৭ হাজার নারী এ রোগে আক্রান্ত হন এবং সাড়ে ৬ হাজার মারা যায়। এ টিকা দিতে পারলে মৃত্যুর সংখ্যা, সংক্রমণ ও রোগীর সংখ্যা কমবে।

গতকাল সোমবার সচিবালয়ে এইচপিভি টিকাদান বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। স্কুল থেকে এ টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। পর্যায়ক্রমে ১০ থেকে ১৪ বছর বয়সী সব মেয়েকে এ টিকা দেওয়া হবে। সেপ্টেম্বর মাস থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে।

তিনি আরো জানান, সাড়ে ২৩ লাখ টিকা হাতে পাওয়া গেছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহে টিকা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, নভেম্বরে আরও ২০ লাখ এবং ডিসেম্বরে ১২ লাখ টিকা পাওয়া যাবে। আগামী বছরে ৪২ লাখ টিকা এবং ২০২৫ সালে ২৩ লাখ টিকা পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা দেবে।

আরো পড়ুন : আজ বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *