ইউক্রেনের যুদ্ধকে একটি ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার কয়লা ও সারের রাজা আন্দ্রেই মেলনিচেঙ্কো। তিনি বলেছেন, অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। নয়তো বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেবে। কারণ, অনেক কৃষকের জন্য সারের দাম ইতিমধ্যেই অনেক বেশি।
আলজাজিরার খবরে বলা হয়েছে, মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি বার্তা সংস্থা রয়টার্সকে ইমেইল করেছেন মেলনিচেঙ্কো। সেখানে ৫০ বছর বয়সী এই ব্যক্তি বলেন, ‘ইউক্রেনের ঘটনা সত্যিই দুঃখজনক। আমাদের অবিলম্বে শান্তি দরকার।’
আন্দ্রেই মেলনিচেঙ্কো একজন রাশিয়ান। কিন্তু তার জন্ম বেলারুশে এবং তার মা ইউক্রেনীয়ান। আন্দ্রেই মেলনিচেঙ্কো বলেন, ‘আমি জাতীয়তা অনুসারে একজন রাশিয়ান, জন্মসূত্রে বেলারুশিয়ান এবং রক্তের ভিত্তিতে একজন ইউক্রেনীয়। ভ্রাতৃসমান জনগণের লড়াই এবং মৃত্যু দেখে আমি প্রচণ্ড বেদনা ও অবিশ্বাস অনুভব করছি।’