সালমান শাহ’র তুলনা কেবল তিনি নিজেই ‘সালমান শাহ বেঁচে থাকলে ইন্ডাস্ট্রির অবস্থা অন্যরকম হতো’
বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই অভিনেতা। সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। রহস্যজনক মৃত্যুর ২৭ বছর পার হয়ে গেল অথচ অগণিত ভক্তের হৃদয়ে এখনো গেঁথে আছেন এ নায়ক। অনেক তারকার মতোই এ প্রজন্মের চিত্রনায়ক নিরব হোসেনও সালমান শাহ’র তুমুল ভক্ত। তিনি মনে করেন, সালমান বেঁচে থাকলে আজ ইন্ডাস্ট্রি অন্য উচ্চতায় থাকতো। সালমান শাহ’র প্রয়াণ দিবসে তাই তো তিনি স্মরণ করলেন প্রিয় এ নায়ককে। কথায় কথায় নিরব বলেন, সালমান শাহ’র তুলনা কেবল তিনি নিজেই। তিনি তিন বছরে চলচ্চিত্র ক্যারিয়ারে যা করে দেখিয়েছেন তা সত্যিই বিরল।
এত কম সময়ে এত সুপারহিট ছবি তিনি উপহার দিয়েছেন। যদি আজ তিনি বেঁচে থাকতেন তবে হয়তো দেশের টম ক্রুজ হয়ে যেতেন।
শাহরুখ খানও হয়তো তাকে দেখে হিংসে করতেন। আমাদের চলচ্চিত্রের অবস্থাও অন্যরকম হতো। অভিনয়ে, স্টাইলে, পারফরমেন্সে সালমান শাহ ছিলেন অনেক বেশি আধুনিক। বলিউডের অনেক নায়কও তাকে ফলো করতেন। সালমান প্রসঙ্গে নিরব বলেন, তিন বছরে সালমান শাহ ২৭টি ছবি করেছেন। এই ছবিগুলোর মাধ্যমে তিনি এখনো কতো জনপ্রিয় সেটা সবার জানা। সুতরাং, তিনি বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি আরও অনেক এগিয়ে যেতো সেটা বলার অপেক্ষা রাখে না। তবে তিনি যা করে গেছেন, তার মাধ্যমে সারা জীবন মানুষের হৃদয়ে থাকবেন। যারা চলচ্চিত্রে আসতে চান, তাদের কাছে সবসময়ই অনুসরণীয় হয়ে থাকবেন সালমান শাহ।
আরো পড়ুন : দু’দফা বৈঠকের পর ফাইনাল রাউন্ডের কর্মসূচি চূড়ান্ত করছে বিএনপি