ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে রাবিতে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ

ক্রাইম নিউজ জনদুর্ভোগ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি শিক্ষা হ্যালোআড্ডা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে চারটি আবাসিক হলের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মাদার বখশ হল, সৈয়দ আমীর আলী হল ও মতিহার হলের সামনে অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ করা হয়।

পদবঞ্চিত নেতাদের একজন শাহিনুর ইসলাম সরকার। তিনি বলেন, আমরা এ কমিটির বিলুপ্তি চাই। কিন্তু এ বিস্ফোরণের সঙ্গে আমরা কেউ জড়িত না। তখন আমরা মোটরসাইকেল শোডাউন দিচ্ছিলাম।

এ বিষয়ে জানতে প্রক্টর আসাবুল হকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এমন কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয় আমাদের এমন কোনো তথ্য দেয়নি।

আরো পড়ুন : সিলেট যুবদলের দুই কমিটির তালিকা নিয়ে ঢাকায় চার নেতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *