ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি এড়াতে ২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার ২২ ঘণ্টা পর নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ।

বুধবার সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। এ ছাড়া স্পিডবোট, মালবাহী নৌযানও চলাচল শুরু হয়েছে।

এ ছাড়া ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কমে যাওয়ায় সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু করার অনুমতি দিয়েছে বিআইডব্লিটিএ।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা।

তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘূর্ণিঝড় হামুনের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

আরো পড়ুন : যেনে নিন মাহমুদউল্লাহ কাদের কে সেঞ্চুরি উৎসর্গ করলেন

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *