গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করল র‌্যাব-১৩

ক্রাইম নিউজ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১৩। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। এ সময় পালিয়েছে দুই মাদক ব্যবসায়ী। তারা হলেন- ওই এলাকার হযরত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৬) এবং মকবুল মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫)।

রাতে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খামার কামারজানি এলাকায় দুইজন ব্যক্তি মদ বিক্রির জন্য অবস্থান করছে, এমন খবরে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। এ সময় পালিয়ে যায় জাহিদুল ইসলাম এবং ফারুক মিয়া নামের দুই যুবক। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

মাহমুদ বশির আহমেদ জানায়, পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধ দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা জানা গেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদ গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহমুদ বশির আহমেদ জানায়, পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা জানা গেছে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদ গাইবান্ধা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।
ফারুক হোসেন
গাইবান্ধা

আরো পড়ুন : আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন গীতিকবি সুজন হাজং

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *