রাজশাহী ব্যুরো : দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে বুধবার পর্যন্ত ৫৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। সবচেয়ে বেশি জমা পড়েছে রাজশাহী-২ (সদর) আসনে, মোট ১২টি। এই আসনটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার। বাদশা বুধবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট প্রার্থী রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি দলের ইঞ্জিনিয়ার এনামুল হক ও তার স্ত্রী তহুরা বেগম একসঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ও তার সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মন্ত্রী পত্নী ডালিয়ার বাবার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। এই আসনে তিনি দলের মনোনয়ন ফরম চেয়েছিলেন।
রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনএমের শামসুজ্জোহা বাবু, চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া, বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী, মনোনয়ন বঞ্চিত গোলাম রাব্বানী, বসির আহমেদ, আল সাদাত, মোহা. শামসুদ্দিন ও আখতারুজ্জামান আকতার।
এদিকে রাজশাহী-২ (সদর) আসনে মোট ১২ জন মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাকারীরা হলেন বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, রেজাউন নবী আল মামুন, আশরাফুল আলম ফাহিম, কামরুল হাসান, শফিকুর রহমান, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, মনিরুজ্জামান, আওয়ামী লীগের মোহাম্মদ আলী কামাল, জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবলী, শাহাবুদ্দিন বাচ্চু, আবু রায়হান মাসুদ ও ফাইসাল মাহমুদ।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান আসাদ, শামসুল আলম, শাহাবুদ্দিন বাচ্চু, বিএনএমের কেএম মতিউর রহমান মন্টু, আব্দুস সালাম খান ও মনিরুজ্জামান।
রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়নপত্র জমা করেছেন বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, তার সহধর্মিণী তহুরা বেগম, জিন্নাতুল ইসলাম জিন্না, জাতীয় পার্টির আবুল তালেব ও আওয়ামী লীগের আবুল কালাম আজাদ।
অন্যদিকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট দশ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, শরিফুল ইসলাম, বর্তমান এমপি ডা. মনসুর রহমান, মখলেসুর রহমান, আহসানুল হক মাসুদ, জাতীয় পার্টির অধ্যাপক আবুল হোসেন, শফিকুল ইসলাম, ওবাইদুর রহমান, শাহিনুল হক ও আলতাফ হোসেন।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ৯ জন মনোনয়নপত্র জমা করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত শাহরিয়ার আলম, আব্দুস সামাদ, রিপন আলী, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু, সাবেক এমপি রায়হানুল হক, ইস্রাফিল বিশ্বাস, ইকবাল হোসেন ও খাইরুল ইসলাম।
এদিকে রাজশাহীর ৬টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অধিকাংশ প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন ও জমা করেছেন। এ নিয়ে দলের তৃণমূলে বিভক্তি বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে বলে জানা গেছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার বলেন, উন্মুক্ত নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন। দলের নেতাকর্মীরা দলের প্রার্থীদের মধ্যে যে কাউকে বেছে নিতে পারে। এক্ষেত্রে দলের পক্ষ থেকে কিছু করার নেই।
আরো পড়ুন : লাখ কোটি টাকার বেশি অর্থনীতির ক্ষতি হয়েছে ১৮ দিনের হরতাল-অবরোধে