যুক্তরাষ্ট্রের বহুজাতিক আইন সংস্থা (ল ফার্ম) স্ক্যাডেন, আর্পস, স্লেট, মেঘের এবং ফ্লম অ্যাফ্লিয়েটসের ওয়াশিংটন অফিসে অংশীদার হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অনিতা বাহাউদ্দিন ব্যান্ডি।
অনিতা যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে দীর্ঘ ১৭ বছর কাজ করেছেন।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রাথমিকভাবে এসইসির সঙ্গে ক্যারিয়ার গড়ার ইচ্ছা না ছিল। চোখের পলকে এতগুলো বছর কেটে গেছে।
অনিতা জানান, নতুন একটি প্লাটফর্মে কাজ করা চ্যালেঞ্জের। তবে সিকিউরিটিজ এক্সচেঞ্জে কাজ করার অভিজ্ঞতা ও দক্ষতা থেকে ফার্মে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সাহায্য করতে পারবে।
অনিতা ২০০৪ সালে এসইসির এনফোর্সমেন্ট ডিভিশনে যোগদানের আগে প্রস্কর রোজ-এ পাঁচ বছর কাজ করেছিলেন। তিনি ২০১৮ সালে সহযোগী পরিচালক হিসেবে পদোন্নতি পান।
এসইসির হয়ে গত বছর স্টেবল রোড অ্যাকুইজিশন কর্পোরেশনের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর জালিয়াতি মামলার তদারকি করেছিলেন অনিতা।
এছাড়া অনিতা এজেন্সির মধ্যে নিয়োগ, সাংস্কৃতিক সচেতনতা এবং মেন্টরশিপ নিয়ে কাজ করার জন্য এসইসির সদর দপ্তরে কমিটি তৈরি করেছেন।
স্কাডেনে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে তিনি বলেন, সংখ্যালঘু নারী হিসেবে নেতৃত্বের পদে সংখ্যালঘু নারীদের গুরুত্বসহকারে গ্রহণ করে এমন একটি ফার্ম খুঁজে পাওয়া সত্যিই জরুরি।