বিরামপুরে মুক্তির উৎসবে মুক্তিযোদ্ধা সমাবেশ

জাতীয় প্রচ্ছদ মুক্তিযুদ্ধ

জাহিনুর ইসলাম- বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা -২০২২ বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ বিকেল ৪ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার পরিমল কুমার সরকারের াসভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, বিরামপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাংবাদিক মাহমুদুল হক মানিক প্রমূখ।

এসময় আমন্ত্রিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস স্কুল কলেজের শিক্ষার্থী ও নতুন প্রজন্মদের নিকট তুলে ধরেন।মোঃ জাহিনুর ইসলাম
বিরামপুর দিনাজপুর-প্রতিনিধিঃ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *