উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ,কে এম মোর্শেদ মানিক সভাপতি ও মো. কামরুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২০ সদস্যের মধ্যে ১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিকেলেই প্রেসক্লাব নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার ও বিরামপুর সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটি গুরুত্বপূর্ণ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নির্বাচনে এ,কে, এম মোর্শেদ মানিক ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবারক আলী বাবু পেয়েছেন ৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দিন রুমী পেয়েছেন ৬ ভোট।

এর আগে ১২টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে ডা. নুরুল হক, সহ-সভাপতি পদে যথাক্রমে ফরিদ হোসেন, আব্দুল কাফী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম তানিম, সাংগঠনিক সম্পাদক পদে রিপন মানিক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে জাহিনুর ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একলাছুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য পদে যথাক্রমে মিজানুর রহমান ও রিয়াজুল ইসলাম।

জাহিনুর ইসলাম
বিরামপুর দিনাজপুর

আরো পড়ুন : মুক্তিতে বাধা নেই মির্জা আব্বাসের

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *