ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, বিএনপি জনগণের দল। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সবসময় আপসহীন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগেই বলেছেন- দেশের বাহিরে আমাদের কোনো প্রভু নেই, বন্ধু আছে। লং মার্চ থেকে আমরা এই বার্তাই দিতে চাই।
বুধবারের ঢাকা টু আখাউড়া লং মার্চ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, লং মার্চ সফলে আমরা এখানে পরিদর্শনে এসেছি। আমরা কোথায় কি করব সেটা দেখতে এসেছি। আলোচনা করে সমাবেশের স্থান নির্ধারণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের যে আগ্রাসী মনোভাব এবং তাদের কথিত মিডিয়ায় অনবরত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে তা খুবই দুঃখজনক। বিএনপি সব সময় জনগণের সঙ্গে ছিল এবং আছে। জনগণকে সঙ্গে নিয়েই আগামীতে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : ভারতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন আওয়ামী লীগের ৪ নেতা