আসাদ মস্কোতে আটক এবং তার সম্পদ জব্দ করার প্রতিবেদন ভিত্তিহীন

আন্তর্জাতিক জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ প্রবাস বিনোদন মনোকথা হ্যালোআড্ডা

সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিবাহ বিচ্ছেদ ও রাশিয়ায় আটকে রাখার খবরের সত্যতা অস্বীকার করেছে ক্রেমলিন। এমন খবরকে মিথ্যা বলে দাবি করেছে রুশ প্রেসিডেন্টের কার্যালয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, এই প্রতিবেদনগুলোর কোনো সত্যতা নেই।

তুর্কি ও আরবি সংবাদমাধ্যমে রোববার দাবি করা হয়েছিল, সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর আসাদ পরিবার রাশিয়ায় আশ্রয় পেয়েছে। এর মধ্যেই আসমা আল-আসাদ মস্কোতে বিচ্ছেদের আবেদন করেছেন বলে দাবি করা হয়।

পেসকভ আরও বলেন, আসাদ মস্কোতে আটক এবং তার সম্পদ জব্দ করা হয়েছে-এমন প্রতিবেদনও ভিত্তিহীন।

তুর্কি ও আরব মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আসমা আল আসাদ মস্কোতে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মস্কোয় নির্বাসিত জীবনযাপন করলেও এতে হাঁপিয়ে উঠেছেন তিনি। যে কারণে রাশিয়া ছাড়ার জন্য আদালতে অনুমতি চেয়ে আবেদন করেছেন আসমা। যেই আবেদনটি বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষের পর্যালোচনাধীন রয়েছে।

আসমা ১৯৭৫ সালে লন্ডনে সিরিয়ার বাবা-মায়ের কাছে জন্মগ্রহণ করেন। আসমা আল-আসাদের দ্বৈত ব্রিটিশ-সিরিয়ান নাগরিকত্ব রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন। আসমা ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন।

এই দম্পতির তিন সন্তান রয়েছে- হাফেজ, জেইন এবং করিম। সিরিয়ার বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলেও জানা গেছে।

আরো পড়ুন : আজ থেকে পদ্মা সেতু হয়ে রেলপথে পৌনে চার ঘণ্টায় বেনাপোল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *