গেবিন্দগঞ্জে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গেবিন্দগঞ্জে পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ ওই এলাকায় তদন্ত শুরু করছে। গতকাল বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী বড় সোহাগী গ্রামের একটি পুকুর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন নবজাতকে কারা কি কারণে পুকুরে ফেলে দিল এবং কে তার পিতা-মাতা সে বিষয়ে ওই এলাকায় তদন্ত চলমান রয়েছে।
গাইবান্ধায় শীর্তাত মানুষের মাঝে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
গাইবান্ধায় ছয় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। এসময় প্রত্যেকের হাতে আরো ৫ কেজি করে চাল দেয়া হয়।
আজ বুধবার সকাল ১১টার দিকে গাইবান্ধার বালাসীঘাট নৌ-টার্মিনাল এলাকায় নৌবাহীনির প্রধানের সহধর্মিণী ও সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত নারী-পুরুষের খোঁজখবর নিয়ে দরিদ্র-অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি নাদিয়া সুলতানা। তীব্র এই শীতের সময় শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় মানুষরা।
নৌবাহিনীর কমান্ডার মো. আরাফাত ইসলাম জানান, প্রতিবছরের মতো নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামের এক হাজার অসহায় ও দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও চাল বিতরণ করা হয়।এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র মানুষের কিছুটা শীতের লাঘব হবে।
এছাড়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনাবাহীনির লেফলেন্ট কর্ণেল মোশারফ হোসেন, র্যাব-১৩ সিও ইস্তেখার চৌধুরী, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার এডি আনিচ উদ্দীন পিপিএম এবং ফুলছড়ি থানার ওসি খন্দকার মো. হাফিজ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর শুভ বড়দিন উদযাপন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে খ্রিষ্টার্ন সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে একযোগে উপজেলার ৫২ টি গীর্জায় প্রার্থনা মধ্যে দিয়ে বড়দিনের শুভ সুচনা করা হয়। বেলা সাড়ে ১১টায় আদমপুর মিশনে কেক কেটে বড়দিনের বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহীম হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপি’র রংপুর বিভাগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, এমেলি হেম্ব্রমসহ বিভিন্ন খ্রীষ্টার্ণ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বড়দিন উপলক্ষে উপজেলার আদমপুর, আদমপুর মিশন, মাদারপুর , জয়পুর, দিলালপুর তেঘরা, সিন্টাজুড়ি সহ বিভিন্ন খ্রিষ্টান পল্লীর ঘরবাড়ী বর্ণিল সাজে সাজানো হয়। ছেলে-মেয়ে যুবক যুবতীরা রং-বেরংয়ের কাপড় পড়ে আতœীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে কুশল বিনিময় সহ আনন্দ আড্ডায় মেতে উঠেন। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খ্রিষ্টার্ন সম্প্রদায়ের মন্ডলীদের মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।
ফারুক হোসেন, গাইবান্ধা
আরো পড়ুন : ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে গুরুতর জখম