দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : “ভারত নিজের স্বার্থে ভুয়া সংখ্যালঘু নির্যাতনের ধোয়া তুলে দেশ অস্থিতিশীল করায় লিপ্ত রয়েছে। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দেশের সুস্থ ধারা রাজনীতির পরিবেশ তৈরি সকলকে এগিয়ে আসতে হবে।

আগামী জাতীয় সংসদ সহ সকল নির্বাচনে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এবং তারেক রহমানের নির্দেশিত তৃণমূল পর্যায়ে বিএনপির ৩১ দফা কর্মসূচি সভা সমাবেশ ও মতবিনিময় মাধ্যমে গ্রাম -গঞ্জে সাধারণ মানুষদের মাঝে ছড়িয়ে দিতে হবে । আমরা সবাই বাংলাদশী। যেখানে থাকবে না ধর্ম নিয়ে কোনো মত বিরোধ বা ভেদাভেদ। ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাষ্ট্রতন্ত্র সংস্কার প্রয়োজন। ফ্যাসিবাদ ও ভোট চোর আওয়ামীলীগের প্রধান পাশ্ববর্তী দেশ ভারতে বসে এদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন।

আওয়ামীলীগ এদেশের জাতীয় শত্রু। বাংলার জমিনে দেশের অর্থ-সম্পদ লূন্টনকারী আওয়ামীলীগকে আর ঠাঁই দেওয়া হবে না।” এদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর সরকারি কলেজের হলরুমে খ্রিষ্টান ধর্মাম্বলীদের বড়দিনের শুভেচ্ছা, মত বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপরোক্ত কথা বলেন।

বিরামপুর সরকারি কলেজের হলরুমে বিরামপুর পৌর বিএনপি’র সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু’র সঞ্চালনায় বড়দিনের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি উপজেলা বিএনপি সভাপতি মিঞা শফিকুল ইসলাম মামুন, জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক ভিপি কমর সেলিম, জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরসভা ৯নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সম্পাদক সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক সাইদুর রহমান মিঞা শিরন আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, পালক জুয়েল মুরমূ প্রমুখ।

এসময় দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য তোছাদ্দেক হোসেন তোছা, বিরামপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দবিরুল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরে আলম নুরা, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জোবয়াদুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন, পৌর যুবদলের আহবায়ক তছলিম মন্ডল, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী পলাশ, সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন খন্দকার সহ দিনাজপুর জেলা ও বিরামপুর উপজেলা বিএনপি,পৌর, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ’র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৭৮টি মন্দিরে এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ- ঘোড়াঘাট- হাকিমপুর উপজেলার সর্বমোট ২৫০টি খ্রিষ্টান ধর্মাম্বলীদের মন্দিরে বড়দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, ভোট চোর ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সে জন্য ২০০৬ইং সালের ২৮শে অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ইং সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশি রাতের ভোটে এবং ২০২৪ইং সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় স্বাধীনতার পর সমতা ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসী তথা বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।#

জাহিনুর ইসলাম
বিরামপুর দিনাজপুর।

আরো পড়ুন : গাইবান্ধার যত খবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *