প্রথমবার বক্তব্যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা

আন্তর্জাতিক প্রচ্ছদ

পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই দেশটির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন শাহবাজ শরিফ। আইনপ্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার পাকিস্তানি রুপি করার ঘোষণা দেন। ওই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাঁদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নানা নাটকীয়তার পর গত শনিবার মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে হেরে যাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে শাহবাজের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। ইমরান খানের দল পিটিআইর নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন। তাঁরা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করারও ঘোষণা দেন।

সোমবার জাতীয় পরিষদে দেওয়া ভাষণে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেন নতুন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গম বিক্রি করা এবং তরুণদের মধ্যে ল্যাপটপ সরবরাহ।

আরো পড়ুন :যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি কেতানজি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *