৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ

ক্রাইম নিউজ প্রচ্ছদ শিক্ষা

বিশেষ প্রতিবেদক: নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপটে ঢাকা কলেজ আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আজ মঙ্গলবার বিকেলের মধ্যে ছাত্রদের আবাসিক ছাত্রাবাস ছাড়তে হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) এ টি এম মইনুল হোসেন প্রথম আলোকে এ কথা বলেছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। রাত আড়াইটার দিকে সংঘর্ষ থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত মিরপুর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ আছে। এর ফলে ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল রাতে ঢাকা কলেজের একাধিক ছাত্র বলেছেন, তাঁদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর জেরেই সংঘর্ষ হয়েছে। ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তাঁরা টাকা না দিয়েই চলে যাচ্ছিলেন। এরপরই সংঘর্ষ শুরু হয়।

আরো পড়ুন : সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *