ঈদুল ফিতরের ৮ দিনে তারকাবহুল নতুন ৭ চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারসহ ১৫ নতুন নাটক, ১০ টেলিফিল্ম, র্ফার্মাস্ গেম ‘কৃষকের আনন্দ’ ইত্যাদি
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র, ১০ নতুন টেলিফিল্ম, ১৫ নতুন নাটক, রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীতানুষ্ঠান, শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’, পূরবী ঈদ আনন্দ এবং ফরিদুর রেজা সাগরের ৮ পর্বের ‘ ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ ইত্যাদি অনুষ্ঠান। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদুল ফিতরে চ্যানেল আইতে নতুন ৭ চলচ্চিত্র
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য ওই দিনগুলোতে আমাদেরকে ঘরে থাকার প্রয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের দিন : ঈদের দিন থাকছে চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’ (২০১৯)
বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাসে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এই চলচ্চিত্রের প্রেক্ষাপট : ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দিশালা। বিহারি-অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাল মোরগের ঝুটি’। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুটি’ তেমন একটি প্রচেষ্টা। ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ২য় দিন : চলচ্চিত্র ‘ন’ ডরাই’ (২০১৯)
‘ন’ ডরাই’ একটি বাংলাদেশি চলচ্চিত্র যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটি সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়। এ ছবিতে আরো অভিনয় করেছেন সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতার, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, লেঙ্কা মারি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৩য় দিন : ৩য় দিন রয়েছে চলচ্চিত্র ‘গন্ডি’ (২০২০)
অবসরে থাকা বয়স্ক নারী-পুরুষদের মধ্যে বন্ধুত্বের স্বরূপ কেমন হয়, পরিবার আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে গ্রহণ করে এসব টানাপড়েনের গল্প ‘গন্ডি’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী কৌতুক চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। পাশাপাশি শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়ের মুখার্জী প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : ৪র্থ দিন প্রচার হবে চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’ (২০২১)
আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। ‘ঢাকা ড্রিম’ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা, আরশ খান। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এসএম মহসীন। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৫ম দিন : চলচ্চিত্র ‘ছিটমহল’
পরিচালনা করেছেন এইচ আর হাবিব। ‘ছিটমহল’ এ অধিকার বঞ্চিত মানুষের জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছিটমহল’ ১৯৪৭ সালের দেশভগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান যখন হয়ে যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিয় এর কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘ছিটমহল’-এ। চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাৎ ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পড়ে সিদ্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাংখা নিয়ে। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তক্ষরণ। এমন অন্তক্ষরণের গল্প নিয়েই ছিটমহল ছবিটি নির্মিত হয়েছে। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালক নিজেই করেছেন। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলখ্যাত সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’ (২০২১)
পরিচালনায় এন রাশেদ চৌধুরী। এটি ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মৈয়মনসিংহ গীতিকার কবি নয়ানচাঁদ ঘোষের চন্দ্রাবতী পালা অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হেেছ। চলচ্চিত্রটির কাহিনি নিয়ে গবেষণা, প্রাক-প্রযোজনা, চিত্রগ্রহণ ও সম্পাদনাসহ সম্পূর্ণ নির্মাণে পাঁচ বছর সময় লাগে। চন্দ্রাবতীর জীবনী ছাড়াও এ ছবিতে সে সময়ের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, ঘটনার চিত্রায়ন দেখানো হয়েছে। চন্দ্রাবতীর চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। এছাড়া অন্যান্য ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, এহসান রহমান বর্ষণ ইমতিয়াজ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে ২০১৯ সালের ৯ নভেম্বর, ২৫তম কলকাতা আন্তজাতিক চলচ্চিত্র উৎসবে চন্দ্রবাতী কথার প্রথম প্রদর্শনী হয়। চলচ্চিত্রটি ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর, ২০২১ সালের ১৫ অক্টোবর চলচ্চিত্রটি বাংলাদেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্রনির্মাতাদের প্রশংসা অর্জন করে। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের ৭ম দিন : চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’ (২০১৫)
‘বাপজানের বায়স্কোপ’ পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। এটি তার প্রথম নির্মাণ। ২০১৫ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র এটি। ছবিটির কাহিনি লিখেছেন মাসুম রেজা এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ ও সানজিদা তন্ময়। চলচ্চিত্রটি ১৮ ডিসেম্বর ২০১৫ বাংলাদেশে মুক্তি পায়। ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ট চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরস্কার লাভ করে।
কাহিনী সংক্ষেপ : চলচ্চিত্রের পটভূমি যমুনা পাড়ের চর ‘চর ভাগিনা’। চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষী হাসেন মোল্লাকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনী। হাসেন মোল্লার পিতা চরে চরে বায়োস্কোপ খেলা দেখিয়ে জীবীকা নির্বাহ করতেন। পিতার মৃত্যুর পর সেই বায়োস্কোপের বাক্সটি ঘরেই পড়ে থাকে। ছাপোষা কৃষক হাসেন মোল্লাকে তবুও ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় বাবার শেষ স্মৃতি, পোড়ায় মন। একসময় হাসেন মোল্লা ঠিক করে ফেলে সপ্তাহে একদিন করে হলেও সে বায়োস্কোপের খেলা দেখাবে। বায়োস্কোপ বাক্সটি ঝেড়ে মুছে পরিষ্কার করে দূর চরে খেলা দেখাতে যাবার জন্যে। পুরনো ছবিগুলো নষ্ট সময়ের ব্যবধানে হয়ে যাওয়ায় হাসেন মোল্লা এক নতুন কাহিনী ছবিতে আঁকিয়ে নেয়, নতুন রীল বানায়। কিন্তু চরের মহাজন জীবন সরকারের আঁতে ঘা লাগে তাতে। সে ঘোষণা করে দেয় এই বায়োস্কোপ চলবে না, এই খেলা দেখানো যাবে না…। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের সপ্তম দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদুল ফিতরে চ্যানেল আইতে নতুন ৭ চলচ্চিত্র
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য ওই দিনগুলোতে আমাদেরকে ঘরে থাকার প্রয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের দিন : ঈদের দিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গরহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।
ঈদের ২য় দিন : চলচ্চিত্র ‘ন’ ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য. শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।
ঈদের ৩য় দিন : ৩য় দিন রয়েছে ছবি ‘গন্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মোস্তফা, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখাজি প্রমুখ।
ঈদের ৪র্থ দিন : ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান, অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।
ঈদের ৫ম দিন : চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন : ছবি ‘চন্দ্রাবতী কথা’ পরিচালনায় এন রাশেদ চৌধুরী। অভিনয়ে দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
ঈদের ৭ম দিন : চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য. মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।
শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে নতুন ১০ টেলিফিল্ম। প্রচার শুরু হবে ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত। এ ধারাবাহিকতায় থাকছে ঈদের দিন : টেলিফিল্ম ‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে।
ঈদের ২য় দিন : টেলিফিল্ম ‘চম্পা হাউজ’। গল্প. নাজিম উদ দৌলা। চিত্রনাট্য ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মাসুম আজিজ, হাসনাত রিপন প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে।
ঈদের ৩য় দিন : টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা. জাকারিয়া সৌখিন, পরিচালনাড নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা. নাহিদুল ইসলাম, পরিচালনায় নুর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নুর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ। প্রচার হবে বিকাল ০৪:৩০ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা. মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩০ মিনিটে। টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা. জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে।
ঈদের ৫ম দিন : রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিন, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা. শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে।দের ৫ম দিন : রাবেয়া খাতুনের গল্পে টেলিফিল্ম ‘রঙিন কাঁচের জানালা’। পরিচালনায় মাইনুল ইসলাম হীরা। অভিনয়ে তাসনিয়া ফারিন, শ্যামল মাওলা, সোহানা সাবা, বন্যা মির্জা প্রমুখ। প্রচার হবে দুপুর ০২:৩৫ মিনিটে। টেলিফিল্ম ‘নাইট গার্ড’। রচনা. শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় রবিউল শিকদার। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী হামিদ, মিলি বাশার, টাইগার রবি প্রমুখ। দেখানো হবে বিকাল ০৪:৩০ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : টেলিফিল্ম ‘আমার তুমি’। রচনা. তানিন রহমান, পরিচালনায় মাকসুদুর রহমান বিশাল। অভিনয়ে খায়রুল বাশার, তাসনোভা তিশা, মিলি বাশার, সিয়াম নাসির প্রমুখ। প্রচার হবে বিকেল ২.৩০ টেলিফিল্ম । টেলিফিল্ম ‘ধাঁধা’। রচনা. রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনায় মেহেদী রনি। অভিনয়ে মোশারফ করিম, চমক, রাফাত প্রমুখ। প্রচার হবে দুপুর ০৪:৩০ মিনিটে।
সেরা রচয়িতা, নির্মাতা, শিল্পীদের অভিনয়ে নতুন ১৫ নাটক
ঈদুল ফিতর ২০২২ এ চ্যানেল আই-এর ৮ দিনব্যাপি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালায় প্রচার হবে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে সম্পূর্ণ নতুন ১৫টি নাটক। নাটকগুলোর সম্প্রচার শুরু হবে ঈদের আগের দিন থেকে। এ ধারাবাহিকতায় ঈদের আগের দিন রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে রেজানুর রহমানের নাটক ‘পরের জায়গা পরের জমি’। এতে অভিনয় করেছেন সোমনা সোমা, শাহেদ আলী সুজন প্রমুখ। সাথে থাকছে আফজাল হোসেন নির্মিত ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু সিরিজ’ এর ৮ পর্বের ধারাবাহিক ‘সৈয়দপরের সৈয়দ সাহেব’। এর প্রচার শুর” হবে ঈদের আগের দিন থেকে। শেষ হবে ঈদের সপ্তম দিন। দেখানো হবে প্রতিদিন সন্ধ্যা ৬.২০ মিনিটে।
ঈদের দিন : নাটক ‘হারাধনের একটি বাগান’। রচনা. বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। গল্প. রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ২য় দিন : কমেডি নাটক ‘প্রশ্রয়’ প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। রচনা. রুম্মান রশিদ খান, পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে জোভান, মেহজাবিন চৌধুরী, মিলি বাশার, অবিদ রেহান প্রমুখ। নাটক ‘শুরুটা সুন্দর’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান অরিয়ান। অভিনয়ে তওসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৩য় দিন : নাটক ‘বয়স একটি সংখ্যা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সারওয়াত আজাদ ব”ষ্টি, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। নাটক ‘এ্যারেঞ্জ ম্যারেজ’। রচনা ও পরিচালনায় মাবর”র রশিদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাফা কবির, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৪র্থ দিন : নাটক ‘স্টেশন’। রচনা ও পরিচালনায় তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাফা কবির প্রমুখ। নাটকটি দেখানো হবে প্রচার হবে রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘প্রিয় শুভ্রা’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে তানজিন তিশা, খায়রুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৫ম দিন : নাটক ‘চাইছি তোমার ভালোবাসা’। রচনা ও পরিচালনায় আদিত্য রুপু। অভিনয়ে জোভান, সালহা খানম নাদিয়া, মুনিরা মিঠু প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪৫ মিনিটে। নাটক ‘বরফ গলা গরম’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম রাজিব। অভিনয়ে চিত্রনায়ক রিয়াজ, জাকিয়া বারী মম, কচি খন্দকার প্রমুখ। প্রচার হবে রাত ০৯:৩৫ মিনিটে।
ঈদের ৬ষ্ঠ দিন : ‘হারানো বিজ্ঞপ্তি’। দিলরুবা রুবির রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদেক সাব্বির। অভিনয়ে শ্যামল মাওলা, তমা মির্জা, তারিক স্বপন প্রমুখ। প্রচার হবে রাত ০৭:৪০ মিনিটে। ‘ব্লাইন্ড স্পট’। রচনা ও পরিচালনায় ইফতেখার আহমেদ ফাহমী। অভিনয়ে সাফা কবির, ইফতেখার আহমেদ ফাহমী প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।
ঈদের ৭ম দিন : ‘ফরেইন গার্ল’। রচনা ও পরিচালনায় নাজমুল হাসান। অভিনয়ে খায়রুল বাশার, চমক, আবির, প্রীতম প্রমুখ। দেখানো হবে রাত ০৭:৪০ মিনিটে। ওদিন রাত ৯.৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘প্রেম কাহিনী’। রচনা ও পরিচালনায় ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে রিফাত চৌধুরী, সাদিয়া আয়মান, শাওন, জীবন, কচি খন্দকার প্রমুখ।
শুধু দুর্ঘটনা ও ঢাকায় জ্যামের কারণে বছরে ক্ষতি পৌনে ২ লাখ কোটি টাকা
অর্থনীতিজনদুর্ভোগপ্রচ্ছদমুক্তমতশিক্ষাশিল্প প্রতিষ্ঠানKabirLeave A CommentOn শুধু দুর্ঘটনা ও ঢাকায় জ্যামের কারণে বছরে ক্ষতি পৌনে ২ লাখ কোটি টাকা 5 views
বুয়েটবিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ‘অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)’ পরিচালিত ষষ্ঠ ‘সোশ্যাল সায়েন্স রিসার্চ টেকনিকস ফর ট্রান্সপোর্টেশন প্ল্যানিগ অ্যান্ড রোড সেফটি’ শীর্ষক ট্রেনিং প্রোগ্রামের সনদ বিতরণ করা হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রোগ্রামের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪১ জনের মধ্যে এই সনদ বিতরণ করা হয়। এআরআই এই অনুষ্ঠানের আয়োজন করে। ট্রেনিং প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল সায়েন্স রিচার্স কাউন্সিল (এসএসআরসি)’।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। ধন্যবাদ জ্ঞাপন করেন এআরআই পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু’স ভিশন ফর রোড সেফটি প্রমোশন: পলিসি ল্যাপস-গ্যাপস দন্ড মুভিং টুয়ার্ডস ডিজাইনিং ইনটারভেনশন’ শীর্ষক প্রস্তাবনা পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন এআরআইয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব আলম তালুকদার।
এসময় তিনি জানান, দেশে সড়ক দুর্ঘটনার কারণে বার্ষিক ৭০ হাজার কোটি টাকার ক্ষতি হয়, যা পিডিপির দুই শতাংশ। এছাড়া শুধু ঢাকায় ট্রাফিক জ্যামের কারণে বার্ষিক এক লাখ পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, যা জিডিপির তিন শতাংশ। এতে বছরে মোট ক্ষতি এক লাখ ৭৫ হাজার কোটি টাকা।
অনুষ্ঠানে প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ২০৪১ সালের বাংলাদেশকে উন্নত হিসেবে দেখতে হলে গবেষণার ওপর গুরুত্বারোপ করতে হবে। আমি চাইব যেন নিরাপদ সড়ক নিশ্চিতকরণের ওপর যথাযথ গবেষণা করা হয়। গবেষণা ফল থেকে পাওয়া সুপারিশ প্রস্তাবনা আকারে যেন একনেকের টেবিলে আসে।
সভাপতির বক্তব্যে সত্য প্রসাদ মজুমদার বলেন, সড়ক দুর্ঘটনার পর এর ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা না করে বরং সড়ক দুর্ঘটনা রোধে করণীয় নিয়ে গবেষণা করতে হবে। ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার পর তাদের মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ১০০ নম্বরের মধ্যে মার্কিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। তার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ঘটলে কিংবা আইন না মানলে, নেগেটিভ মার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে। সেই নম্বর ৪০ এর নিচে নামলে তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করতে হবে। এইভাবে পদক্ষেপ নেওয়া গেলে ড্রাইভাররা সচেতন হবেন। একইসঙ্গে ট্রাফিক সিস্টেমের উন্নয়ন করতে হবে। সর্বোপরি গণমাধ্যম, বিলবোর্ড ইত্যাদি মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সড়ক আইন মানার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে সেরা তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, ‘প্রপোজাল রাইটিং’-এ বিজন হালদার জয়, ‘কোশ্চেনেয়ার ডিজাইন’-এ মিজানুর রহমান এবং ‘প্রেজেন্টেশন’-এ রত্না খাতুন।
২০১৬ সাল থেকে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বুয়েটের ‘অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট (এআরআই)’ চার মাস মেয়াদী এই ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
আরো পড়ুন : শুধু দুর্ঘটনা ও ঢাকায় জ্যামের কারণে বছরে ক্ষতি পৌনে ২ লাখ কোটি টাকা