গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের হিন্দু সম্প্রদায় দেব-দেবীকে শ্রদ্ধাজ্ঞাপন ও মঙ্গলকামনায় থান পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন থানে থানে ও মন্দিরে এ পূজা পালন করা হয়।
জানা গেছে, বৈশাখ মাসের যেকোন শনিবার ও মঙ্গলবার দেব-দেবীকে খুশি করাসহ সকলের মঙ্গলময় কামনায় পূজা পালন করা হয়। এরই প্রেক্ষিতে সনাতন হিন্দু সম্প্রদায় নারীরা দলবেঁধে শনিবার সকাল থেকে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থিত থান ও মন্দিরগুলোতে প্রদর্শন করে পূজা উৎসব পালন করেন।
এ বিষয়ে মন্দিরের ঠাকুর শ্রী বিষ্ণ কুমার ব্যানার্জি বলেন, সনাতন হিন্দু ধর্মের শুধু দেবদেবী নয় সকলের মঙ্গল কামনার জন্য এ পূজা পালন করা হচ্ছে এ বিষয়ে কাচারীপাড়া সর্বজনীন আদির দুর্গা মন্দির কমিটির সভাপতি মঙ্গল কুমার দত্ত জানান, বৈশাখ মাস একটি ধর্মীয় মাস হিসেবে ঈশ্বরের যেগুলো দেবদেবী আছে তাঁদের শ্রদ্ধা নিবেদন করা ও সবার মঙ্গল কামনায় এই পূজা উৎসব পালন করা হচ্ছে।
আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর – চাঁপাইনবাবগঞ্জ
আরো পড়ুন : দেশে এখন শুধু দুর্নীতি নয় মেগা দুর্নীতি চলছে- মীর্জা ফখরুল