গোমস্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা প্রচ্ছদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। উদ্বোধনী খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। উপজেলা প্রশাসন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এতে বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,প্রাণিসম্পদ কর্মকর্তা কাউসার আলী,রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শ্যামিউল আলম শ্যামল,রহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাসসহ অনেকে। উদ্বোধনী খেলায় রহনপুর ইউনিয়ন একাদশ বনাম বোয়ালিয়া ইউনিয়ন একাদশ অংশ নেন। খেলার প্রথমার্ধ্বে রহনপুর একাদশের প্রতীক (৮) প্রথম গোলটি করেন। খেলার দ্বিতীয়ার্ধে বোয়ালিয়া ইউনিয়ন হাবিবুল বাশার (১১) গোল করে সমতা আনে। পরে ট্রাইব্রেকারে ৩-২ গোলে রহনপুর ইউনিয়ন একাদশ জয়লাভ করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রহনপুর একাদশের গোলরক্ষক টেভিট। উল্লেখ্য এ টুর্নামেন্টে ৮ইউনিয়ন ও একটি পৌরসভা নকআউট ভিত্তিতে অংশ নিচ্ছে

আতিকুল ইসলাম আজ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : ২০ মে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *