রাজধানীর নয়াপল্টন এলাকায় রাতে হঠাৎ মশালমিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল বের হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। পুলিশ বলেছে, ওই মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হলে ছাত্রদলের ১০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এ ঘটনার পর বুধবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার প্রতিবাদে নেতা–কর্মীদের নিয়ে মশালমিছিল করা হয়। মিছিল থেকে ছাত্রদলের কোনো নেতা-কর্মীকে আটক করা হয়েছে কি না, তা তিনি জানেন না।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ আহমেদ জুয়েল বলেন, বুধবার ছাত্রদলের কোনো কর্মসূচি ছিল না। প্রতিদিনের মতো ছাত্রদলের নেতা-কর্মীরা নয়াপল্টনে বিএনপি অফিসে মতবিনিময় করতে এসেছিলেন। মতবিনিময় শেষে কার্যালয় থেকে বের হওয়ার পর ছাত্রদলের ১৬ নেতা-কর্মীকে পুলিশ আটক করে। রাতে ছাত্রদল কোনো মশালমিছিল বের করেনি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন মিয়া বলেন, রাত পৌনে নয়টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা বিজয়নগরে মশালমিছিল বের করেন।
একপর্যায়ে তাঁরা বিজয়নগর পানির পাম্পের কাছে তিনটি গাড়িতে ভাঙচুর চালান। এ সময় কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ মিছিল থেকে ছাত্রদলের ১০ নেতা–কর্মীকে আটক করে। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে থাকা অন্যরা পালিয়ে যান। ছাত্রদলের আটক নেতা–কর্মীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরো পড়ুন : শ্রীলঙ্কার ব্যাটসম্যানের দিকে বল ছুড়ে মারায় বাংলাদেশ দলের স্পিনারের জরিমানা