গাজীপুরে পঞ্চগড় এক্সপ্রেস ইঞ্জিনসহ লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে কালিয়াকৈর উপজেলা মৌচাক স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রী ফয়সাল হোসেন জানান, মৌচাক স্টেশনের ঠিক পরেই, রতনপুর এলাকায় ইঞ্জিনসহ দুটো বগি লাইন চ্যুত হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম সমকালকে জানান, রাত ১০ টা ১৫ মিনিটের দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন বন্ধ রয়েছে।

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়েছে।

আরো পড়ুন : র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল পণ্য ও ভেজাল খাদ্য তৈরি জন্য ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *