প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়েই শিরোপা জিতে নিল গুজরাট টাইটান্স। রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করেছে গুজরাট।
রাজস্থানের দেওয়া ১৩১ রানে টার্গেটে গুজরাট পৌঁছে যায় ১১ বল হাতে রেখেই। গুজরাটের জয়ের নায়ক অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
বল হাতে ৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩৪ রান। এছাড়া ওপেনার শুভমান গিল ৪৫ ও ডেভিড মিলার ৩২ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নামে রাজস্থান। উদ্বোধনী জুটিতে ৪ ওভারে ৩১ রান তুলেন জস বাটলার ও জেসওয়াল। ১৬ বলে ২২ রান করে জেসওয়াল ফেরার পর উইকেটে আসেন রাজস্থান অধিনায়ক সানজি স্যামসন। তবে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি।
দলীয় ৬০ রানে গুজরাট হার্দিক পাণ্ডিয়ার বলে সাজঘরে ফেরেন রাজস্থান অধিনায়ক। ১১ বলে ১৪ রান করেন তিনি। দ্বাদশ ওভারের পঞ্চম বলে দলীয় ৭৯ রানে দেবদূত পাডিক্কালকে সাজঘরে ফেরান লেগস্পিনার রশিদ খান।
ত্রয়োদশ ওভারের প্রথম বলেই রাজস্থানকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন হার্দিক। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক জস বাটলারকে ফেরান তিনি। বাটলারের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৩৯।
৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা রাজস্থান ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রান করতে সমর্থ হয়। শেষ দিকে রিয়ান পরাগ ১৫ রান করেন। ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে হার্দিক তুলে নেন ৩ টি উইকেট। রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ১৮, তাঁর শিকার এক উইকেট। সাই কিশোর ২০ রানে ২টি উইকেট নিয়েছেন।
আরো পড়ুন : আজ ৩০ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা