সপ্তাহে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে

প্রচ্ছদ স্বাস্থ্য কথা

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা দেশে সপ্তাহে এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে। দেশের ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে ৮৫ হাজার কর্মী এই কার্যক্রমে অংশ নেবেন। দেশে এ পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ মানুষকে প্রথম ডোজ, ১১ কোটি ৭৭ লাখ মানুষকে দ্বিতীয় ডোজ এবং দেড় কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ ভ্যাকসিনেশন সপ্তাহের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কভিড টিকাদানে সারা বিশ্বে বাংলাদেশ প্রশংসা কুড়িয়েছে। কভিড নিয়ন্ত্রণের কারণে দেশে সব কিছু স্বাভাবিক রয়েছে। আমরা দেশের জনগণকে আরো ভালো রাখতে চাই। ‘ তিনি সকলকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : পেঁয়াজ আমদানির পর কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *