এবার ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটিতে সাংবাদিক গ্রেপ্তার করেছে পুলিশ

আইন-আদালত জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি পুরুষ নির্যাতন প্রচ্ছদ হ্যালোআড্ডা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাঙামাটিতে সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটির তবলছড়ি এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন জানান, সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকালে আদালতে তোলা হবে। তিনি দৈনিক কালের কণ্ঠের রাঙামাটি প্রতিনিধি।

থানা সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তবে মামলার বাদী কে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, ফজলে এলাহীকে গ্রেপ্তারের পর থানা চত্বরে উপস্থিত হন রাঙামাটির সাংবাদিকদের একটি দল।

ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাঙামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙামাটি সাংবাদিক সমিতি।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলেছে, হয়রানিমূলক মামলার মধ্য দিয়ে দেশে সাংবাদিকতার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। অনিয়ম-দুর্নীতি, সমাজের নানা অসঙ্গতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন। বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন অবিলম্বে সাংবাদিক ফজলে এলাহীর মুক্তি দাবি জানিয়েছেন।

অন্যদিকে, ঘটনার প্রতিবাদ জানিয়ে ফজলে এলাহীর মুক্তি দাবি করেছে রাঙামাটি সাংবাদিক সমিতি।

আরো পড়ুন : জুরাইনে ট্রাফিক পুলিশের ওপর হামলায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *