ভোলাহাটে পাউবো দূর্নীতিবাজ কর্মকর্তা ও ঠিকাদারের শাস্তির দাবীতে মানববন্ধন

অর্থনীতি দুর্নীতি প্রচ্ছদ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ঠিকাদার ও কর্মকর্তাদের অনিয়ম ও দূনীতির কারণে নির্মাণের দুই মাসের ব্যবধানে মহানন্দা নদীর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রতিবাদ, ঠিকাদারের লাইসেন্স বাতিল ও ঠিকাদারের করা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১১ জুন)বেলা ১১ টার দিকে ভোলাহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জনপ্রতিনিধি, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবার, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোস্তাাকিম, মহিলা ওয়ার্ড সদস্য নার্গিস খাতুন, সোহাগী খাতুনসহ অন্যরা। বক্তারা বলেন ভোলাহাটে ঠিকাদার ও কর্মকর্তাদের অনিয়ম ও দূর্নীতির কারণে নির্মাণের দুই মাসের ব্যবধানে মহানন্দা নদীর তীর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। ফলে সরকারের কোটি টাকার প্রকল্প নষ্ট হয়েছে। এর প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন ঠিকাদার।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন উন্নয়নের কাজ তদারকি করার দায়িত্ব থেকে খোঁজ-খবর নিতে গেলে কাজের ব্যাপক অনিয়ম দেখে প্রতিবাদ করেন এ সময় ঠিকাদার মোঃ সোহেল, দায়িত্বরত কর্মকর্তামোঃ মাহবুবুর আলমও আব্দুর রহমান অর্থ দিয়ে ম্যানেজ করার চেষ্টা চালান। ম্যানেজ চেষ্টা ব্যার্থ হলে আদালতে মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে ঠিকাদারের লাইসেন্স বাতিলসহ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। সাথে সাথে মহানন্দা নদীর মুন্সিগঞ্জ হতে পোল্লাডাঙ্গা ১৫ শত মিটার ডান তীর সংস্কারের জন্য দাবি জানান।

গোলাম কবির-ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : গোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *