গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ভার্চুয়ালী থেকে এ কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মুল প্রবন্ধ তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান। বিশেষ অতিথি বক্তব্য দেন ভার্চুয়ালী যুক্ত থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুর রহমান। কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করণীয় বিষয়ের কর্মপন্থা প্রণয়নের দিকগুলো তুলে ধরা হয়।
উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সহযোগিতার কর্মশালায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক, ইমাম, সাংবাদিকরা অংশ নেন।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন :আগামী ১ জুলাই থেকে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রি শুরু