গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুমন আলী (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গতকাল শনিবার ভোরে কলাদিয়ার গ্রামের একটি আমবাগানে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত যুবক উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নিমতলা গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে। চাকুরী টাকা ফেরত না পেয়ে হতাশাগ্রস্থ থেকে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন অনেকে । এ ঘটনায় সানাউল্লাহ (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায় , শনিবার ভোররাতে ফজরের নামাজের পর সুমন বাড়ির কাউকে না জানিয়ে বেড়িয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে কলাদিয়ার গ্রামের জনৈক সুজাউদ্দিনের আমবাগানে ঝুলন্ত অবস্থায় একটি গাছে তাঁকে দেখতে পাওয়া যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরিবারের সদস্যরা জানায়, সুমনকে সেনাবাহিনীর চাকুরী করে দিবে বলে নিমতলা কাঁঠাল গ্রামের জনৈক সানাউল্লাহ আট লাখ সত্তর হাজার টাকা নেন। কিন্তু ওই চাকুরী করে দিতে পারেন নি সে। পরে ওই টাকা ফেরত চাই সুমন আলী। এদিকে টাকা না দিয়ে সানাউল্লাহ নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। হতাশা থেকে সুমন আত্মহত্যা করেছে বলে তাঁরা জানান।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে ওসি জানান চাকুরির টাকা ফেরত না পাওয়ায় হতাশা থেকে সুমন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তাঁরা। নিহতের বাবা আবুল কালাম আজাদ ওইদিন গোমস্তাপুর থানায় তিন জনকে আসামি করে আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সানাউল্লাহ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আতিকুল ইসলাম আজম
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : এক মুসলমান আরেক মুসলমানের জন্য