মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক মহিলাসহ আহত- ৬

ক্রাইম নিউজ নারী পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক অসহায় মহিলাসহ ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দুপুর সাড়ে ১ টার দিকে মান্দা উপজেলার ভাঁরশো ইউ’পির দেয়ুল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মান্দা উপজেলার দেয়ুল গ্রামের অসহায় মহিলা নায়ফুল বেওয়া (৬৫), ববিতা (৪০), মোস্তফা রাজ(২৮), লতা বিবি (৪০), বাবু (৩৫), সোহেল রানা (২৬), স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন । বর্তমানে তারা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় ও ভূক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, দেয়ুল গ্রামের প্রতিপক্ষ বেলাল,আপাল,হাসান উদ্দিন,গফুর উদ্দিন, আঃ রশিদ ও জালাল উদ্দীন, গংদের সঙ্গে ভূক্তভোগী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঐ সম্প্রতিতে ভুক্তভোগীর পরিবারের লোকজন হালচাষ করে ধান লাগাতে গেলে ওই জমিতে প্রতিপক্ষের লোকজন এসে কথা-কাটাকাটি এক পযার্য়ের মারপিট সুরু করে। প্রতিপক্ষের ভূমিদস্যু বেলাল,আপাল,হাসান উদ্দিন,গফুর উদ্দিন, আঃ রশিদ ও জালাল উদ্দীন।এতে ভূক্তভোগীর পরিবারের এক মহিলাসহ সর্বমোট ৬ জন আহত হয়। এ বিষয়ে ভূক্তভোগীরা জানান, বর্তমানেও প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে খুন-জখম এবং গুম করার হুমকি অব্যাহত রাখায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। এমতাবস্থায় এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন তারা। এ ঘটনা প্রতিপক্ষের লোকজন বেলাল, আপাল, হাসান উদ্দিন, গফুর উদ্দিন, আঃ রশিদ ও জালাল উদ্দীন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ।

মোঃ হাবিবুর রহমান. নওগাঁ জেলা 

আরো পড়ুন : পদ্মা সেতু উদ্বোধনে সরকার উৎসব করছে না, করছে অনুষ্ঠান

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *