সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে আরও একজনের দেহাবশেষ উদ্ধার

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো থেকে এক মাস পর আরেকজনের দেহের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) ৫টার দিকে ডিপোর টিন শেড থেকে মরদেহের দেহাবশেষটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএম ডিপোর ভেতরে একটি টিনশেড পরিষ্কার করতে গিয়ে একজনের দেহাবশেষ পাওয়া গেছে। শরীরের পুড়ে যাওয়া অংশবিশেষসহ মাথার খুলি পাওয়া যায়। এ নিয়ে ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৫০ জন নিহত হয়েছেন। দেহাবশেষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ টেস্ট করার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

৪ জুন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার বেসরকারি ওই কনটেইনার ডিপোটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণের সময় বিস্ফোরণ ঘটলে আহত হন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীসহ ২ শতাধিক মানুষ। এ ঘটনায় সোমবার বিকেলে উদ্ধার হওয়া একজনের দেহবশেষসহ সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০-এ।

আরো পড়ুন : ভর্তি পরীক্ষায় আসীর আনজুম খান বুয়েট ও ঢাবির ‘ক’ ইউনিটে প্রথম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *