চাঁদপুর প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলার ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমামতি করবেন মাওলানা এএসএম সালামত উল্লাহ। এমন তথ্য জানিয়েছেন, এই মতের অনুসারী আনোয়ার হোসেন মামুন মুন্সি।
এছাড়া জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরে আরো বেশ কিছু ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৯২৮ সালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রা.) সৌদি আরব এবং চন্দ্র মাস হিসেব করে এখানে দুটি ঈদ উযাপন ও রোজা পালনের নিয়ম চালু করেন। সেই থেকে তার অনুসারিরা বিগত প্রায় ৯০ বছর ধরে এসব ধর্মীয় উৎসব পালন করছেন।
এদিকে, পবিত্র কোরবানির ঈদে পশু কোরবানির জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের প্রায় দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানরা। তবে গত রমজানের ঈদ দুই দিন ধরে উদযাপন করায় স্থানীয়দের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।
আরো পড়ুন : আজ ৯ জুলাই; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা