মশাখালী স্টেশন এলাকায় তিস্তার ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত

জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী স্টেশন এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তঃনগর তিস্তা একপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় এক ঘণ্টা ১০ মিনিট এই পথে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি নিয়ে যায়। এ অবস্থায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি মশাখালী স্টেশন এলাকায় অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়।

এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা, ব্রহ্মপুত্র ও জামালপুর কমিউটার বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। পরে ঢাকা থেকে একটি রিলিফ ইঞ্জিন এসে রাত ৯টা ২০ মিনিটের দিকে বিকল ইঞ্জিনসহ তিস্তা ট্রেনটি গন্তব্যে নিয়ে গেলে এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, হঠাৎ তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় কিছু সময়ের জন্য এই রেলপথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পড়ে রিলিফ ইঞ্জিন এসে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি গন্তব্যে নিয়ে গেলে চলাচল স্বাভাবিক হয়।

আরো পড়ুন : টাঙ্গাইলের ঘাটাইলে ভিজিএফ চাল চুরির অভিযোগে দুই ইউপি সদস্যকে গণপিটুনি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *