নির্মাতা অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে ওঠবোস করাবেন অভিনেতা অনন্ত জলিল। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে প্রসঙ্গক্রমে ক্ষিপ্ত হয়ে অনন্ত জলিল এমনটাই বলে উঠলেন। অনন্ত বলেন, ‘সমালোচনা যদি আমার সামনে কোনওদিন করে, আর আমার চোখে পড়ে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে উঠাবো বসাবো…। ’
ঈদের সিনেমা মুক্তি দেওয়াকে কেন্দ্র করেই অনন্ত জলিল ও অনন্য মামুনের মধ্যকার সমস্যা দৃশ্যমান হয়েছে।
এবারের পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। অনন্ত জলিলের সিনেমা ছাড়া আর এবারের ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা অন্য কোনো সিনেমার মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছিল।
তবে রায়হান রাফি পরিচালিত পরাণ সিনেমার কথা শোনা যাচ্ছিল। শেষ দিকে সেন্সর পেয়ে ছবিটি মুক্তির কাতারে আসে। তবে, আকস্মিকভাবে অনন্য মামুন ঘোষনা দেন তার নির্মিত সাইকো ‘সাইকো’ সিনেমা মুক্তি পাচ্ছে। ছবিটির সেন্সরও শেষদিকে হয়।
‘সাইকো’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অনন্য মামুন অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে সমালোচনা করেন। একইসঙ্গে ইঙ্গিতে অনন্তর সমালোচনাও করেন।
সেই জবাবে এক টেলিভিশন টকশোতে উপস্থিত হয়ে অনন্ত জলিল বলেছেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি…। আমার টাকায় ওর ডিরেক্টর ফি (পরিচালক সমিতির সদস্যপদ) পর্যন্ত দিয়েছি, এক লাখ ৬০ হাজার টাকা…। সমালোচনা যদি আমার সামনে কোনদিন করে, আর আমার চোখে পড়ে ওকে (অনন্য মামুন) তো আমি কান ধরে উঠাবো বসাবো…। ওর এতো বড় সাহস কোথা থেকে হল… ওর কি যোগ্যতা আছে, অনন্ত জলিলের সমালোচনা করার মতো…। ’
অনন্য মামুনকে উদ্দেশ্য করে অনন্ত প্রশ্ন করেন? ‘যে তোমাকে ডিরেক্টর বানায়, যে তোমার ডিরেক্টরের ফিটা পর্যন্ত দেয়। তোমার কি যোগ্যতা আছে তার সমালোচনা করার? টাকার জন্য না তোমার কি যোগ্যতা আছে সমালোচনা করার?’
এ সময় উপস্থাপিকা ডিরেক্টর হিসেবে মামুনকে কোনো মার্ক দিবেন কিনা জানতে চাইলে অনন্ত বলেন, ও কিসের ডিরেক্টর। ওকে কেনো মার্কিং দেবো..।
এর আগে অনন্ত জলিল এই পরিচালকের বিরুদ্ধে সংসার ভাঙ্গার চেষ্টার অভিযোগও নিয়ে এনেছিলেন।
২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমার মাধ্যমে পরিচালনায় নাম লেখান অনন্য মামুন। ছবিটি প্রযোজনা করেছিলেন অনন্ত জলিল।
আরো পড়ুন : মশাখালী স্টেশন এলাকায় তিস্তার ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বিঘ্নিত