নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁয় গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবিতে নওগাঁর ১১ টি উপজেলার গ্রাম পুলিশেরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় মহাসচিব এম. এ নাছের, নওগাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদ, আহ্বায়ক সম্পাদক গোলাপ চাঁন প্রমূখ।
মানবন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে। কিন্তু শ্রম অনুযায়ী ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। তাই দ্রুত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয় প্রায় জেলার ৯৯টি ইউনিয়নের ৯শতাধিক গ্রাম পুলিশ সদস্যরা।
মোঃ হাবিবুর রহমান, নওগাঁ
আরো পড়ুন : ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২ পেলেন দেলোয়ার জাহান ঝন্টু এবং আবদুলাহ জেয়াদ