বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষকদের হাত ধরেই, শিক্ষা ব্যবস্হার রুপান্তর শুরু, এই প্রতিপাদ্যকে ঘিরে দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত হয়েছে। আজ বেলা ১১টায় প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়,মাদরাসা এবং কলেজ পর্যায়ের সকল প্রতিষ্ঠানের শিক্ষকগন বালিকা বিদ্যালয়ে থেকে একটি বর্ণাঢ্য রেলি ও শোভা যাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিষেশ অতিথি ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত কুমার অপু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোচ্ছাঃ মিনারা বেগম , শিক্ষক সমিতির সভাপতি- সম্পাদক গোলামী আযম ফারুকী,ও শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
আলোচনায় চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের পদোন্নতির দাবি সহ নানা সমস্যা সমাধাণের আলোকপাত করেন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আবদুস সালাম। অনুষ্ঠান সহোযোগিতায় দিনাজপুর জেলার প্রাথমিক স্তরে শ্রেষ্ঠ শিক্ষক আঃ হাকিম এবং বিরামপুর রেল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ।
জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর
আরো পড়ুন : শিক্ষক দিবসে গোবিন্দগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত