শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকে: দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে, শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে “চতুর্থ শিল্প বিপ্লব: আমাদের প্রস্তুতি” শীর্ষক সেমিনার।
আজ শনিবার এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের মহাপরিচালক, অতিরিক্ত সচিব এর সহধর্মিনী মেরিনা জাহান তাছরিন, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপপরিচালক মোঃ সাইফুর রহমান, বস্ত্র অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপ-পরিচালক রাজু আহমেদন বক্তব্য রাখেন।
সেমিনারে সভাপতিত্ব করেন টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুর এর অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান প্রধান।
টেক্সটাইল ইনস্টিটিউট দিনাজপুরের কারিগরি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর শাহনেওয়াজ ফেরদৌস রীতু’র উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে মোঃ নাহিদ হাসান ও মোছাঃ রুমা আক্তার।
দিনব্যাপী উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
শাহ্ আলম শাহী
দিনাজপুর।