রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বিএনপির গণসমাবেশ হবে মাদ্রাসা মাঠে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরের সমাবেশে যোগ দিতে ইতিমধ্যে রাজশাহীতে এসেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। মঞ্চের কাজ শেষ। কিন্তু এখনও মাঠে প্রবেশের সুযোগ পাননি নেতাকর্মীরা।
ধর্মঘটের কারণে তিন দিন আগে থেকে নেতাকর্মীরা এসে তাঁবু ফেলেছেন পাশের একটি ঈদগাহ মাঠে। সেখানে যেন সমাবেশের পাশাপাশি চলছে অন্য রকম এক উৎসব। বাইরে থেকে কোনো নেতা সেখানে ঢুকলেই দেওয়া হচ্ছে স্লোগান। নিজ এলাকার নেতার নামে চলছে খণ্ড খণ্ড মিছিল।
রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের সৌজন্যে জিয়া পরিবারের কর্নার তৈরি করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের বিভিন্ন ছবি সাঁটানো হয়েছে। এসব নিয়ে সমাবেশের আগেই সেখানে শুরু হয়ে গেছে ‘মিনি সমাবেশ’। রাতেও নেতাকর্মীরা অবস্থান করছেন ঈদগাহ মাঠে। চলছে স্লোগান। রাতভর এভাবে কাটিয়ে সমাবেশ শেষে বাড়ি ফিরতে চান নেতাকর্মীরা।