ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জাতীয় প্রচ্ছদ


ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান ভোলাহাট উপজেলায় মতবিনিময় সভা করেছেন। ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ)মোঃ মিজানুর রহমান।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, ভোলঅহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষকসহ অন্যরা।


এ সময় বক্তারা ভোলাহাট উপজেলার সড়ক জনপথ বিভিাগের ভোলাহাট-রহনপুর সড়ক পূনঃনিমার্ণ, বিলভাতিয়ায় কৃষি ইপিজেড, রেশমের উন্নয়ন, কৃষি ফসলে সেচ সুবিধায় সরকারের ভূর্তুকি না পাওয়া, সেচ আইনের যথাযথ প্রয়োগ না হওয়া, সামাজিক বনায়ন উজাড় হওয়া, শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে জন্ম নিবন্ধন নিশ্চিত করা, ওয়েব সাইডে সরকারের উন্নয়ন পোস্ট করা, প্রধানমন্ত্রীর বাড়ী নিমার্ণে নিম্নমানের উপকরণ ব্যাবহার না করাসহ নানা সমস্যার কথা তুলে ধরা হয়।
নবাগত জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গতিশীল করতে তিনি যাবতীয় পদক্ষেপ নেবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। তিনি আরো বলেন যে কর্মকর্তাদের বিরুদ্ধে কথা উঠেছে তাঁদের বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে জানানো হবে বলে জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত জেলঅ প্রশাসক এ কে এম গালিভ খান। ছবি তোলা হয়েছে দুপুর ১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে।

ভোলাহাটে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় তুলধূনা পিআইও
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ২৫ জানুয়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভায় বিভিন্ন বক্তা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ কাউসার আলম সরকারে প্রধানমন্ত্রীর বাড়ীসহ বিভিন্ন দূর্নীতির কথা তুলে ধরে তুলধূনা করেছেন।
উন্মুক্ত আলোচনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, ভোলাহাট ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগ নেতা আতাউর রহমান রজব তাঁদের বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান বলেন, ভোলাহাট উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার প্রধানমন্ত্রীর বাড়ী নিমার্ণে ২,৩ নং ইট এমন কি পচা ইট দিয়ে নিমার্ণ করা হচ্ছে। তাঁরা বলেন, এ ব্যাপারে পিআইওকে জানালে তিনি নিজ ইচ্ছেমত তাঁর দৃষ্টিতে এ সব ১ নং ইট দিয়েই কাজ করবেন বলে তাঁদের জানান। এছাড়া বিভিন্ন প্রকল্পের দূর্ণীতির কথা তুলে ধরা হয়। এদিকে মহিলা বিষয়ক কর্মকর্তা ও ঐ অফিসের অফিসসহকারী, উপজেলাসমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন।
নবাগত জেলা প্রশাসক তাঁদের ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ^াসত্ব করেন এবং বলেন প্রধানমন্ত্রীর বাড়ী নিমাণে কোন দূর্ণীতি চলবে না। এটি সরকারের একটি ইবাদত।
ছবিক্যাপশনঃ ভোলাহাট উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার।

ভোলাহাটে সমবায় কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
ভোলাহাট(চাঁপাই নবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের দূর্নীতি ও ঘুষ বাণিজ্যের প্রতিবাদ ও অপসারণের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য এবং প্রতিনিধিগণ অংশগ্রহন করেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ বলেন, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্য আজ চরম আকার ধারণ করেছে। তিনি আরও বলেন, তিনি অবাধে চাঁদাবাজি এবং ঘুষ বাণিজ্যের যে অভিযোগ তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার বিচার এবং অপসারণের দাবী করেন। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন বলেন, আমি জেলা প্রশাসক মহোদয়কে আপনাদের যৌক্তিক দাবিটি নিয়ে মিটিংয়ে কথা বলব। এই কর্মসূচিতে আরও একাত্মতা প্রকাশ করেন দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরজেদ আলী ভুটু, ভোলাহাট ইউসিসিএ লিঃ এর সাবেক প্রধান পরিদর্শক মোঃ আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান প্রক্রিয়া চলছে বলে আয়োজকেরা জানান।

ছবিক্যাপশনঃ ভোলাহাট উপজেলা পরিষদ দক্ষিণ গেটে সমবায় সমিতি কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের বিরুদ্ধে ভুক্তভুগিদের মানববন্ধন। ছবি তেলা হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে।

মোঃ গোলাম কবির-০১৭৩০-৯৬৩৯৮৯
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিরিধি-২৫-০১-২০২২

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *