ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির কর্মশালা অনুষ্ঠিত

অর্থনীতি প্রচ্ছদ ব্যাংক


সংবাদ বিজ্ঞপ্তি: ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) এর উদ্যোগে “দি চ্যালেঞ্জেস অব দা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশন ইন ব্যাংকিং সেক্টর” শীর্ষক কর্মশালা ২৯ জানুয়ারি ২০২২, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। আইবিটিআরএ-এর প্রিন্সিপাল এস এম রবিউল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মোঃ আলতাফ হুসাইন ও মোঃ নাইয়ার আজম, চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও ভার্চুয়াল প্লাটফর্মে প্রায় ৫০০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। বিজনেস সেশনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসহাক মিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি গোলাম মোহাম্মদ ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সিস্টেমস এনালিস্ট এস.এম. তোফায়েল আহমেদ।

নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *