যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে সবচেয়ে বেশিসংখ্যক বন্দী বিনিময় করে রাশিয়া-ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন ফের বন্দী বিনিময়ে করেছে। শনিবার যুদ্ধরত দুই দেশ দুই শতাধিক সেনা বন্দী বিনিময় করেছে। আল জাজিরা জানিয়েছে, শনিবার উভয় পক্ষ একে অপরের ২২০ জন সেনা বন্দী বিনিময় করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৮২ জন রাশিয়ান সেনা যারা বন্দী অবস্থায় ছিল তাদের কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে আনা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা মুক্তি পেয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদান করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের প্রধান সহযোগী আন্দ্রেই ইয়ারমাক বলেন, ইউক্রেনের কয়েকজন নারীসহ মোট ১৪২ জনকে ফিরিয়ে দিয়েছে রাশিয়া। কৃষ্ণসাগরের বন্দর মারিউপোল রক্ষা করতে গিয়ে তারা বন্দী হন বলে জানান এই রুশ কর্মকর্তা।
আরো পড়ুন : জেনে নিন রাশিয়ার প্রেসিডেন্ট নতুন বছরের শুভেচ্ছা বার্তায় কি বললেন