গাজীপুরের শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে বদনীভাঙ্গা এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি এলাকার বাসিন্দা বাবুল মিয়া (৩০), তার মেয়ে নুসরাত (৬) ও শাশুড়ি বাছিরন নেতা (৫৫)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মল্লিক জানান, শ্বশুরবাড়ি থেকে মেয়ে ও শাশুড়িকে নিয়ে মোটরসাইকেল করে নিজের বাড়ি যাচ্ছিল বাবুল মিয়া। সড়কের বদনীভাঙ্গা চুক্কাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাবুল মিয়ার শাশুড়ি বাছিরন ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত হন বাবুল মিয়া ও তার মেয়ে নুসরাত। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়ার পথে নুসরাত এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাবুল মিয়া মারা যান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই।
আরো পড়ুন : নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল